Last Updated: Thursday, November 17, 2011, 23:17
ষোলো মাস বন্ধ ধরে বন্ধ হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক। কিন্তু কী ভাবে এই আর্থিক পরিণতির সামনে এসে দাঁড়ালো রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক? রিজার্ভ ব্যাঙ্কের একের পর এক নির্দেশের পরও কীভাবে চলল আর্থিক কেলেঙ্কারি?