Last Updated: Sunday, March 23, 2014, 10:58
মালয়েশিয়ার নিখোঁজ এমএইচ ৩৭০- (MH370) বিমানের সন্ধান মিলেছে। এমন দাবি বেশ জোরের সঙ্গে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অসি প্রধানমন্ত্রী বললেন, দক্ষিণ ভারত মহাসাগরে যে দু’টি বস্তুকে ভাসতে দেখা গিয়েছে সেটা যে এমএইচ ৩৭০- (MH370)-এর সে বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে। গত বৃহস্পতিবার টনি অ্যাবট জানিয়েছিলেন, দক্ষিণ ভারত মহাসাগরে ২৪ মিটারের দুটি বস্তুকে ভাসতে দেখা যাচ্ছে।