Last Updated: Thursday, April 17, 2014, 13:40
কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বাদরার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন আমেঠির আম আদমি পার্টির প্রার্থী কুমার বিশ্বাস। বৃহস্পতিবার এই আপ নেতা দাবি করেছেন রাহুল-প্রিয়াঙ্কার ঘনিষ্ট এক ব্যক্তি তাঁকে খুনের হুমকি দিয়েছে। নিজের বক্তব্যের স্বপক্ষে প্রমাণ হিসাবে একটি ভিডিও আপলোডও করেছেন এই আপ নেতা। ভিডিওটিতে দেখা যাচ্ছে কুমার বিশ্বাসকে `গুলি করে দেব` বলতে বলতে প্রিয়াঙ্কার গাড়ির পিছনে ছুটছে এক ব্যক্তি। কুমার বিশ্বাস দাবি করেছেন ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে তাকে গেস্ট হাউসে ডেকে পাঠিয়েছেন প্রিয়াঙ্কা।
চলতি লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন এই আপ নেতা।
এই কবি তথা রাজনীতিক আপ-এর প্রার্থী তালিক ঘোষণা হওয়ার পর থেকেই ভোট প্রচারে বেশ কয়েক সপ্তাহ ধরে ঘাঁটি গেড়ে বসে আছেন আমেঠিতে।
রাহুল ও কুমার বিশ্বাস ছাড়া আমেঠি থেকে প্রতিদ্বন্ধীতা করছেন বিজেপির স্মৃতি ইরানি।