Last Updated: Saturday, May 31, 2014, 11:21
২০০২ সালে খুন হন দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের বাসিন্দা কুণাল বসু। এই ঘটনায় মূল অভিযুক্ত কল্যাণ রায় ওরফে নান্টুকে শুক্রবার দেবায়ন পার্ক এলাকা থেকে গ্রেফতার করে পর্ণশ্রী থানার পুলিস। এর আগেই খুনের অভিযোগে গ্রেফতার করা হয় নিহতের স্ত্রী মুনমুন বসুকে।