Last Updated: Friday, December 27, 2013, 20:26
লিজ আর নাদিয়া হ্যারিস। কনেকটিকাটের এই দুই কন্যে পাঁচ বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন সমকামী এই দম্পতি। তখন থেকেই তাঁরা চাইতেন মা হতে। শুক্রাণুদাতার কাছ থেকে শুক্রাণু নিয়ে এর আগে আটবার মা হওয়ার চেষ্টা করেছিলেন সমপ্রেমী হ্যারিস দম্পতি। প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। কিন্তু ন`বারের বার আশাতীত ফল পেলেন তাঁরা। নাদিয়া একসঙ্গে পাঁচটি শিশুর জন্মদিলেন। একসঙ্গে দুই মা পেল পাঁচ শিশু।