Last Updated: Monday, March 3, 2014, 21:10
মুজফ্ফরপুরের হুঙ্কার সভায়, একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং রামবিলাস পাসওয়ান। এনডিএতে ফেরার পর এই প্রথম মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন পাসওয়ান। তিনি জানিয়েছেন, মোদীকেই প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান। গুজরাট জাতিহিংসার প্রতিবাদে দুহাজার দুই সালে এনডিএ ছেড়েছিলেন রামবিলাস পাসওয়ান। বারো বছর পর ফের এনডিএ-তে তিনি। গুজরাট জাতিহিংসায় যাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, সেই নরেন্দ্র মোদীকেই দরাজ সার্টিফিকেট দিলেন তিনি।