Last Updated: Thursday, January 23, 2014, 09:43
মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে গেল গ্রামের মোড়লদের নির্দেশ। অভিযোগ, ভিন্ন সম্প্রদায়ের যুবকের সঙ্গে সম্পর্ক রাখায় বীরভূমের লাভপুরের এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের নিদান দেয় তারা। গুরুতর অসুস্থ অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি ওই কিশোরী। ঘটনায় এখনও পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাসি চলছে। ফের গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। এবার রীতিমতো সভা ডেকে গণধর্ষণের নিদান। আর তা দিলেন গ্রামের মাতব্বররা।