Last Updated: Monday, November 5, 2012, 19:32
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারযুদ্ধের পারদ যত চড়ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন ল্যাটিনো ভোটাররা। মার্কিন জনসংখ্যার একটা বড় অংশ এই ল্যাটিনো সম্প্রদায়ের সমর্থন যেকোনও প্রেসিডেন্ট পদপ্রার্থীর কাছেই গুরুত্বপূর্ণ। ফলে প্রচারের শেষ বেলায় এই সম্প্রদায়ের মানুষের মত পেতে মরিয়া বারাক ওবামা এবং মিট রমনি, দুজনেই। কিন্তু ল্যাটিনোরা কি বলছেন? এই সম্প্রদায়ের একটা বড় অংশের সমর্থন বারাক ওবামার দিকে থাকলেও, সম্প্রতি ওবামার বেশ কিছু নীতি নিয়ে প্রশ্ন তুলছেন তারা।