Last Updated: Friday, November 25, 2011, 21:36
রাজ্যের প্রায় সব জেলায় বামফ্রন্টের ডাকে পালিত হল আইন অমান্য কর্মসূচী। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়ায় বামফ্রন্টের তরফে পালন করা হয় আইন অমান্য। মিছিল করে বাম সমর্থকরা জেলাশাসকের দফতরের সামনে আইন অমান্য করেন।