Last Updated: Thursday, June 7, 2012, 20:34
লি-হেশ দ্বৈরথ হল না ফরাসি ওপেনের ফাইনালে। বুধবার সেমিফাইনাল ম্যাচে পোলিশ-মেক্সিকান জুটি ক্লদিয়া জানস-ইগনাসিক ও সান্টিয়াগো গঞ্জালেসের কাছে স্ট্রেট সেটে (৭-৬), (৬-৩) হেরে বিদায় নিলেন বিদায় নিলেন পেজ-ভেসনিনা জুটি।