Last Updated: Thursday, July 25, 2013, 13:08
এতদিন যেটা নিয়ে ফিসফিসানি চলছিল, তাতেই সিলমোহর ফেলে দিল ফাঁস হওয়া কতগুলো ছবি। শ্রীলঙ্কার নীল সৈকতে অতি স্বল্প পোশাক পরে আনন্দ করছেন রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ। আর তাঁদের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধরা পড়ল গোপন ক্যামেরায়। সেই ছবি ফাঁস হতেই একেবারে লঙ্কা কাণ্ড।