Last Updated: Thursday, April 3, 2014, 10:04
ভারতে এবার আইনী বিপাকে পড়ন স্যামসং। একটি প্রতারণা মামলায় গ্রেফতারির সম্মুখীন হতে চলেছেন স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি। ছয় সপ্তাহের মধ্যে তাঁকে গাজিয়াবাদের ট্রায়াল কোর্টে আত্মসমর্পনের আদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এই আদেশ মানা না হলে স্যামসং প্রধানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।