Lense Blur - Latest News on Lense Blur| Breaking News in Bengali on 24ghanta.com
আপনাকে `প্রফেশনাল ফোটোগ্রাফার` করতে গুগলের নয়া অ্যাপ্লিকেশন

আপনাকে `প্রফেশনাল ফোটোগ্রাফার` করতে গুগলের নয়া অ্যাপ্লিকেশন

Last Updated: Monday, April 21, 2014, 17:18

আপনার হাতে ১৬ মেগাপিক্সেল ক্যামারার মোবাইল, মনেতে রয়েছে শিল্পের ছোঁয়া আর সামনে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। ছবি তুললেন, ফেসবুকে আপলোডও করলেন। কিন্তু ছবিটার কোথায় যেন ম্যার ম্যারে ভাব। একটা দামী এসএলআর ক্যামারায় তোলা ছবির মতো হচ্ছেনা। যতই পিক্সেলে মেগা হোন ফোটোগ্রাফে মেগাস্টার হতে পারচ্ছেননা। কিন্তু গুগল আপনাকে সে সুযোগ করে দিচ্ছে। গুগল নিয়ে এসেছে লেন্স ব্লার অ্যাপ্লিকেশন।