Last Updated: Sunday, January 19, 2014, 22:34
মাত্র ১৬ বছর বয়সে দক্ষিণ মেরু পৌছে বিশ্বরেকর্ড গড়ল লিউইস ক্লার্ক। লন্ডনের ওই স্কুলছাত্র নিজের কীর্তিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। অতলান্তিক উপকূল থেকে যাত্রা শুরু করেছিল সে। ৪৮ দিনে হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে পৌছে যায় দক্ষিণ মেরু। তুষারঝড়, মাইনাসের অনেক নীচে নেমে যাওয়া তাপমাত্রা, দীর্ঘ যাত্রাপথে বাধা ছিল অনেক। কিন্তু ছোট্ট অভিযাত্রীর ইচ্ছেশক্তির কাছে সব প্রতিবন্ধকতাই হার মেনেছে।