Last Updated: Thursday, October 10, 2013, 13:51
অপহরণ করে পণ আদায় সন্ত্রাসবাদীদের পুরনো অস্ত্র। কিন্ত তা বলে খোদ দেশের প্রধানমন্ত্রীকে! সেটাই হল লিবিয়ায়। লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আল জায়দানকে অস্ত্রের মুখে অপহরণ করা হল। রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে জঙ্গিরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। বিবিসি এই খবর দিয়েছে।