Last Updated: Friday, February 7, 2014, 19:02
১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করলেন এক কানাডিয়ান ব্যক্তি। জীবনদায়ী ব্যবস্থায় তাঁর স্ত্রীর নিশ্বাসপ্রশ্বাস টিকিয়ে রাখতে। ইতিমধ্যেই তাঁর স্ত্রীর মস্তিষ্কের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর গর্ভস্থ সন্তানটির হৃদস্পন্দন এখনও বজায় আছে। সেই সন্তানের জন্ম নিশ্চিত করতেই স্ত্রী কার্যত মৃত জেনেও জীবনদায়ী ব্যবস্থায় তাঁর হৃদযন্ত্রটি সচল রাখার চেষ্টা করে চলেছেন ডিলান বেনসন।