Lipidiri Village - Latest News on Lipidiri Village| Breaking News in Bengali on 24ghanta.com
শবর মহিলাদের কাঁধে ভর করেই ঘুরে দাঁড়াচ্ছে লিপিদিরি গ্রাম

শবর মহিলাদের কাঁধে ভর করেই ঘুরে দাঁড়াচ্ছে লিপিদিরি গ্রাম

Last Updated: Friday, March 28, 2014, 13:30

নিজেদের হাতে গড়া আমবাগানই আয়ের দিশা দেখাচ্ছে জঙ্গলমহলের শবর গ্রামকে। রাজ্যের পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া। এই জেলার জঙ্গলমহলের বাসিন্দা পিছিয়ে পড়া জনজাতি শবর সম্প্রদায়। এক দশক আগেও জঙ্গলমহলের ছড়িয়ে ছিটিয়ে থাকা শবর গ্রামগুলি ছিল সবদিক থেকে পিছিয়ে। কিন্তু ধীরে ধীরে বদলছে ছবিটা। বদলেছে জীবন যাত্রা।