Last Updated: Thursday, November 8, 2012, 21:28
মাওবাদীদের ভয়ে শিল্পমন্ত্রীকে লোবা গ্রামে যেতে দিতে রাজি হননি পুলিস কর্তারা। গ্রামের মুখ থেকে গাড়ি ঘুরে ফিরে গিয়েছিলেন শিল্পমন্ত্রী। আর পুলিস ছাড়াই গ্রামে গিয়ে কথা বললেন বাম পরিষদীয় দলের বিধায়করা। রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উঠে আসল গ্রামবাসীদের বক্তব্যে।