Last Updated: Tuesday, March 25, 2014, 09:59
বেনারসে কি দেখা মিলবে মোদী-কেজরিওয়াল ডুয়েলের? আজই হয়ত এই প্রশ্নের উত্তর মিলবে। ইতিমধ্যেই বেনারসে পৌঁছে গেছেন অরবিন্দ কেজরিওয়াল। সম্ভবত আজই ঘোষণা করবেন আসন্ন লোকসভা নির্বাচনে বেনারস থেকে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধীতা করবেন কিনা। তবে তার আগে মঙ্গলবার কাশী বিশ্বনাথের মন্দির দর্শনটাও সেরে রাখবেন আপ সুপ্রিমো।