Los Cabos - Latest News on Los Cabos| Breaking News in Bengali on 24ghanta.com
আজ থেকে শুরু সপ্তম জি-টোয়েন্টি সম্মেলন

আজ থেকে শুরু সপ্তম জি-টোয়েন্টি সম্মেলন

Last Updated: Monday, June 18, 2012, 10:27

বিশ্ব অর্থনীতি তীব্র সঙ্কটের সম্মুখীন। আর এর নেতিবাচক প্রভাব পড়ছে ভারতেও। সপ্তম জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে মেক্সিকোর লস কাবোসে পৌঁছে একথা জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অষ্ট্রেলিয়া, দক্ষিন কোরিয়া, জাপান, এবং ব্রাজিলের রাষ্ট্রপ্রধানেরা।