Last Updated: Tuesday, February 4, 2014, 11:26
মাঘ মাসের পঞ্চমী তিথি। সরস্বতী পুজোর আনন্দে মাতলেন বাঙালি। সকাল থেকেই বাড়ির আর ক্লাবের মণ্ডপে মণ্ডপে মন্ত্রোচ্চারণের শব্দ। স্কুল স্কুলে বাগদেবীর আরাধনা। রান্না ঘরে খিচুড়ি আর জোড়া ইলিশের তোড়জোড়। শীতের বাঁধন আলগা করে বসন্তকে আবাহনের পালা শুরু আজ থেকেই।