Last Updated: Saturday, April 19, 2014, 20:54
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গোটা লাতিন আমেরিকার হৃদয়। সাতাশি বছর ধরে এবিশ্বের নানা প্রান্ত পরিক্রমার পর এখন তিনি তিনি নৈঃশব্দ ও নির্জনতার জগতে। তাঁর স্মরণে এখন বাঙ্ময় পাঁচ মহাদেশ। শেষকৃত্যের পর মার্কেজের অস্থি রাখা থাকবে মেক্সিকো এবং কলম্বিয়া দুই দেশেই। জানিয়েছেন মেক্সিকো সিটির মেয়র।