Lt Governor Najeeb J - Latest News on Lt Governor Najeeb J| Breaking News in Bengali on 24ghanta.com
`দিল্লি কা লাড্ডু`তে অরুচি! বিজেপি ত্যাগির ভূমিকায়, `আপ` সেই অটলই

`দিল্লি কা লাড্ডু`তে অরুচি! বিজেপি ত্যাগির ভূমিকায়, `আপ` সেই অটলই

Last Updated: Thursday, December 12, 2013, 13:04

দিল্লিতে সরকার গড়া নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার অব্যাহত। চার দিন হয়ে গেল তবু দিল্লিতে সরকার গঠনে উদ্যোগ দেখাচ্ছে না কোনও দলই। সব দলই বলছে, পহেলে আপ। এই পরিস্থিতিতে আজ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষবর্ধনকে ডেকে পাঠিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। যদিও সকালে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় তিনি বিকেলে দেখা করতে পারবেন বলে জানিয়েছেন হর্ষবর্ধন। তবে সরকার গঠনে অনীহার কথা আগেই জানিয়ে দিয়েছে বিজেপি।