Last Updated: Thursday, June 26, 2014, 20:22
প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ের জেরে উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারজকে টানা ৯ ম্যাচে নির্বাসন দিল ফিফা। বিশ্বকাপের বাকি ম্যাচ ও আগামী প্রিমিয়ার লিগ মরসুমে খেলতে পারবেন না সুয়ারেজ। এছাড়াও আগামী ৪ মাসে উরুগুয়ের পরবর্তী ৯টা আন্তর্জাতিক ম্যাচ ও কোপা আমেরিকা থেকেও নির্বাসিত করা হয়েছে তাঁকে। ধার্য করা হয়েছে ১০০,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা। যা প্রায় ১১২,০০০ মার্কিন ডলারের সমান।