Last Updated: Sunday, February 24, 2013, 16:50
চিপকের ২২ গজ সাক্ষী থাকল মহেন্দ্র সিং ধোনির প্রথম টেস্ট দ্বিশতরানের। কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটার সঙ্গেই মাহি সেরে ফেললেন উইকেট কিপার-অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটাও। অসি বোলিং স্কোয়াডকে নিয়ে রীতিমত ছিনিমিনি খেলে দাপটের সঙ্গে পেরিয়ে গেলেন ডাবল সেঞ্চুরির গণ্ডি। আজ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন অনন্য কীর্তিকে শুধু তাঁর ড্রেসিং রুমই নয়, কুর্ণিশ জানাল বিপক্ষ দলের যোদ্ধারাও। সচিনের সেঞ্চুরি দেখতে চিপকে ভিড় জমানো হতাশ জনাতাও শেষ বেলায় অপ্রাত্যাশিত ধোনি ধামালে তাই উদ্বেল।