Last Updated: Saturday, July 12, 2014, 14:49
রাজ্যে এমবিবিএসের বাতিল আসনগুলি শর্তসাপেক্ষে ফিরিয়ে দিল এম সি আই। তিন মাসের মধ্যে পরিকাঠামোর গলদ শোধরানোর শর্তে ফিরিয়ে দেওয়া হল ৬৯৫টি আসন। আজ দিল্লিতে রাজ্যের আটটি মেডিকেল কলেজের অধ্যক্ষদের কাছ থেকে এই মর্মে মুচলেকা নেওয়া হয়। তারপরই আসন ফেরানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এম সি আই পরিচালন সমিতির কর্তারা।