Last Updated: Monday, August 13, 2012, 20:49
দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন গীতিকা আত্মহত্যা কাণ্ডের মূল অভিযুক্ত পদত্যাগী মন্ত্রী গোপাল কান্ডা। চার দিন আগে তাঁর জামিনের আবেদন নিম্ন আদালতে খারিজ হয়ে যায়। সোমবার কান্ডার আইনজীবী বিচারপতি সঞ্জয় কিষাণ ও ভিপিন সিং-এর বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান। দুই বিচারপতি কান্ডার আবেদন আগামিকালের শুনানি তালিকায় রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।