MISS INDIA WORLD 201 - Latest News on MISS INDIA WORLD 201| Breaking News in Bengali on 24ghanta.com
মিস ইন্ডিয়ার খেতাব জিতলেন গোলাপি শহরের কোয়েল রানা

মিস ইন্ডিয়ার খেতাব জিতলেন গোলাপি শহরের কোয়েল রানা

Last Updated: Sunday, April 6, 2014, 16:38

এ বছরের মিস ইন্ডিয়ার শিরোপা জিতলেন কোয়েল রানা। জয়পুরের মেয়ে কোয়েল খেতাব জয়ের আনন্দে কেঁদে ফেলেন। মজার কথা ৬ বছর আগে মিস টিন ইন্ডিয়াতেও প্রথম হয়েছিলেন কোয়েল। কোয়েলের মাথায় সুদৃশ্য মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী নভনিত কউর ধিলোঁ। দ্বিতীয় হন জটলেখা মলহোত্রা। তৃতীয় নির্বাচিত হন গেইল ডি`সিলভা।