Last Updated: Friday, October 18, 2013, 13:53
অস্ত্রভরতি মার্কিন জাহাজ এমভি সিম্যান গার্ড ওহিও-র ৩৫ জন সদস্যকেই গ্রেফতার করে তুতিকোরিনের ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হল। আপাতত ওই ৩৫জন পুলিসের হেফাজতে থাকবেন। এমভি সিম্যানের আটক ভারত-আমেরিকা দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।