Last Updated: Tuesday, August 21, 2012, 19:21
এবার মাদাম তুসোয় আসতে চলেছেন শ্রীদেবী। সম্প্রতি একটি সেলেব্রিটি ব্লগার সাইট সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত খবরটি গোপন রাখা হলেও আনুষ্ঠানিক ঘোষণা হবে খুব শিগগিরই। এমনকী, বলিউডে শ্রীদেবীর প্রত্যাবর্তনের দিনই নাকি মাদাম তুসোয় তাঁর মোম মূর্তি স্থাপিত হবে বলেও জানিয়েছে সাইটটি।