Madhur Bhandarker - Latest News on Madhur Bhandarker| Breaking News in Bengali on 24ghanta.com
হিরোইন আমার সবথেকে সাহসী ছবি: করিনা

হিরোইন আমার সবথেকে সাহসী ছবি: করিনা

Last Updated: Tuesday, September 11, 2012, 22:09

`হম দিল দে চুকে সনম` ছবির জন্য সঞ্জয় লীলা বনশলির প্রথম পছন্দ ছিলেন করিনা। কিন্তু করিনার `না` শেষপর্যন্ত ভাগ্য খুলে দেয় ঐশ্বর্যর। বহু বচ্চনের জীবনের শ্রেষ্ঠ চরিত্র হয়ে ওঠে `নন্দিনী`। কথাতেই আছে হিস্ট্রি রিপিটস ইটসেল্ফ।