Last Updated: Thursday, January 16, 2014, 09:58
শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রামের দিকবেড়িয়া থানা এলাকায়। নিজের নন্দাইয়ের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক মহিলা। বুধবার রাতে ওই মহিলা নিজের ঘরে একাই ছিলেন। অভিযোগ সেই সময় ঘরে হানা দেয় নন্দাই প্রশান্ত সরকার।