Last Updated: Tuesday, September 27, 2011, 22:01
পুজো এসে গেল। জানান দিল মহালয়া। পিতৃপক্ষের শেষে এল দেবীপক্ষ। প্রতিবছরের মতো এবারও রাত থাকতেই দেখা গেল গঙ্গার ঘাটগুলিতে বহু মানুষের সমাগম। পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ। রাতের অন্ধকার যতো পরিষ্কার হয়েছে, ততই মানুষের ঢল নেমেছে ঘাটগুলিতে।