Last Updated: Monday, February 6, 2012, 23:37
সিকিমের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগের উন্নতি এবং উত্তরবঙ্গে পর্যটক টানতে বেশ কিছু প্রকল্প নেয় রাজ্য সরকার। সোমবার অরণ্য-ভবনে এক বৈঠকে নবগঠিত রাজ্য বন্যপ্রাণ পর্ষদ রাজ্য সরকারের এই প্রস্তাবগুলি অনুমোদন করে। অনুমোদিত প্রস্তাবগুলি এর পর জাতীয় বন্যপ্রাণ বোর্ডে আলোচনার জন্য যাবে।