Last Updated: Friday, October 19, 2012, 19:56
মহাপঞ্চমীর সন্ধ্যাতেই সরগরম মহানগরীর রাস্তা। বোধনের ঢাকে কাঠি পড়বে কাল। কিন্তু তার আগেই উত্সবের রঙে রঙিন গোটা বাংলা। আলোর বন্যায় আর মানুষের স্রোতে মায়াপুরীতে পরিণত হয়েছে কলকাতা। সকাল থেকেই পথে নেমেছে অসংখ্য মানুষ। এপ্যান্ডেল থেকে ওপ্যান্ডেল, চলছে ঠাকুর দেখা।