Last Updated: Wednesday, July 4, 2012, 15:57
অবশেষে ১৮ মাস তদন্তের পর আদর্শ আবাসন কেলেঙ্কারিতে আজ চার্জশিট জমা দিল সিবিআই। ১০,০০০ পাতার এই চার্জশিটে মুম্বইয়ের উপকণ্ঠে কোলবায় প্রতিরক্ষামন্ত্রকের জমিতে বিধি বহির্ভূতভাবে কারগিল শহীদদের নামে গড়ে তোলা বহুতলে ফ্ল্যাট বণ্টন ও অন্যান্য অনিয়মের দায়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানকে অভিযুক্ত করা হয়েছে।