Mahesh Sau - Latest News on Mahesh Sau| Breaking News in Bengali on 24ghanta.com
অটো চালককে ক্ষতবিক্ষত করল যাত্রীরা, দোষীদের গ্রেফতারের নির্দেশ মন্ত্রীর

অটো চালককে ক্ষতবিক্ষত করল যাত্রীরা, দোষীদের গ্রেফতারের নির্দেশ মন্ত্রীর

Last Updated: Wednesday, August 29, 2012, 22:57

অটোচালককে ক্ষুর মারার ঘটনায় রাজনৈতিক রঙ না দেখেই  অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিলেন পরিবহণমন্ত্রী। বুধবার আক্রান্ত অটোচালককে দেখতে তাঁর তোপসিয়ার বাড়িতে যান পরিবহণমন্ত্রী মদন মিত্র। আহত চালককে ২০ হাজার টাকা অর্থসাহায্য করেন তিনি।