Last Updated: Tuesday, April 1, 2014, 13:26
বিতর্কের দানা ক্রমশ বাড়ছে। মালয়েশিয়া কতৃপক্ষের দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ উগরে দিয়েছে চিন। MH370 বিমানের নিখোঁজ হওয়া নিয়ে আরও এক নতুন ত্বত্ত নিয়ে এল মালয়েশিয়া প্রশাসন। তাও আবার বিমান নিখোঁজ হওয়ার চার সপ্তাহর পর।