Last Updated: Wednesday, February 6, 2013, 18:56
পরিকাঠামো ছাড়াই একশোরও বেশি মহিলার বন্ধ্যাত্বকরণের পর তাঁদের রাস্তায় ফেলে রাখা হল। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠল মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাচক্রে হাসপাতালটি রাজ্যে নারী ও শিশুকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্রের নির্বাচনী কেন্দ্রের আওতায় পড়ে। অভিযোগ, মঙ্গলবার সকালে শতাধিক মহিলার বন্ধ্যাত্বকরণের অস্ত্রোপচার হয়।