Last Updated: Sunday, April 13, 2014, 21:56
অবশেষে পুলিসের জালে কেএলও নেতা মালখান সিং। ভোটের আগেই মালদা থেকে গ্রেফতার করা হল কেএলওর শীর্ষ নেতাকে। মোবাইলের সূত্র ধরে গতকাল গভীর রাতে হবিবপুরের জঙ্গলে অভিযান চালায় পুলিস। ধৃতের চোদ্দদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।