Last Updated: Monday, March 17, 2014, 22:43
রাজা নেই। নেই রাজত্বও। কিন্তু এককালের মল্ল-রাজধানী বিষ্ণুপুরে আজও দোল উত্সব পালিত হয় সেকালের প্রথা মেনেই। তাই আজও ব্যতিক্রমী বিষ্ণুপুরের দোল । গোটা রাজ্যে দোল উত্সবের একদিন পর বিষ্ণুপুর মাতোয়ারা হয় দোলের আনন্দে। বাঁকুড়ার বিষ্ণুপুর একসময় ছিল দোর্দন্ডপ্রতাপ মল্ল রাজাদের রাজধানী।