Last Updated: Tuesday, October 29, 2013, 21:10
আগামিকাল দিল্লিতে বামেদের ডাকে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন ডাকা হয়েছে। চার বাম দল ছাড়াও কনভেনশনে থাকার কথা নীতিশ কুমার, নবীন পট্টনায়ক, মুলায়ম সিং, জয়ললিতার দলের প্রতিনিধিদেরও। এই মঞ্চে থাকছেন শ্যাম বেনেগাল এবং মল্লিকা সারাভাইয়ের মতো বুদ্ধিজীবীরাও।