Last Updated: Tuesday, January 1, 2013, 20:33
২০১২-র শেষটা ছিল বিভীষিকাময়। তবে প্রতিবাদে, কান্নায়, প্রত্যয়ে সারা দেশকে কোথাও যেন একসূত্রে বেঁধে দিয়ে গেছে বছরটা। গোটা দেশের সঙ্গে বিনোদন জগতও টুইটারে সোচ্চার হয়েছে বছরভর। সেই প্রত্যয় ধরা পড়ল নতুন বছরের শুভেচ্ছাতেও।