Last Updated: Thursday, November 24, 2011, 22:12
মালোজুলা কোটেশ্বর রাও। কিষেণজি নামেই তিনি অনেক বেশি পরিচিত। কাপড়ে ঢাকা মুখ , কাঁধে ঝুলছে এ কে ফর্টি সেভেন। সংবাদমাধ্যমে কিষেণজির এই চেহারা বহুবার দেখা গেছে। কিন্তু কে এই কিষেণজি? অন্ধ্রের কোটেশ্বর রাও থেকে বেলপাহাড়ির বিমলদা এবং সেখান থেকে দেশের প্রথম সারির মাওবাদী নেতা হয়ে ওঠেন কিষেণজি।