Last Updated: Friday, March 28, 2014, 10:00
অস্ট্রেলিয়া উপকূলের কাছে দক্ষিণ ভারত মহাসাগরে ভাসমান তিন শতাধিক বস্তুকে ঘিরে ফের রহস্য দানা বাঁধছে। থাইল্যান্ড এবং জাপানের উপগ্রহে ধরা পড়েছে সেই ছবি। ভাসমান বস্তুগুলি আকারে দুই থেকে পনেরো মিটারের মধ্যে। সেগুলি দেখা গেছে অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ শহর থেকে সাতাশশো কিলোমিটার দূরে।