Last Updated: Friday, January 25, 2013, 10:19
ফের নিশানায় চব্বিশঘণ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবারে আক্রমণ শানিয়েছেন তাঁরই মন্ত্রিসভার আরেক সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। ক্যানিংয়ের সভায় চব্বিশ ঘণ্টাকে টার্গেট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আরও একধাপ এগিয়ে সরাসরি চব্বিশঘণ্টা বয়কটের ফতোয়া খবর সংগ্রহ করতে গিয়ে বারবার শাসক দলের নেতা মন্ত্রীদের নিশানায় পড়েছেন চব্বিশঘণ্টার প্রতিনিধিরা।