Mamata Bnadyopadhyay - Latest News on Mamata Bnadyopadhyay| Breaking News in Bengali on 24ghanta.com
প্রথা ভেঙে পালন প্রজাতন্ত্র দিবস

প্রথা ভেঙে পালন প্রজাতন্ত্র দিবস

Last Updated: Thursday, January 26, 2012, 18:33

প্রথা ভেঙে প্রজাতন্ত্র দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা অনুযায়ী রাজ্যপাল আসেন সবার পরে। সেই অনুযায়ী কনভয় রওনা হয়েছিল। কিন্তু সভাস্থলে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছনোর আগেই মাঝরাস্তায় নেমে হাঁটতে শুরু করেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যপালের কনভয় পৌঁছে যায় আগে।