Mamata to meet Plann - Latest News on Mamata to meet Plann| Breaking News in Bengali on 24ghanta.com
দিল্লিতে দরবার মুখ্যমন্ত্রীর, বাড়ল যোজনা বরাদ্দ

দিল্লিতে দরবার মুখ্যমন্ত্রীর, বাড়ল যোজনা বরাদ্দ

Last Updated: Tuesday, April 10, 2012, 08:36

রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ বেড়ে হল ২৫,৯১০ কোটি টাকা। যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়ার সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুওয়ালিয়ার সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে স্বাস্থ্য, কৃষি ও সড়কে বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি আর্থিক বছরে যোজনা বরাদ্দ বেড়ে হয়েছে ২৫,৯১০ কোটি টাকা।