Last Updated: Saturday, May 11, 2013, 22:51
বিতর্কে তিনি বহুবার পড়েছেন। কখনও অতি খোলামেলা পোশাকে ছবি তুলে, কখনও সিনেমায় সই করেও অভিনয় না করে। কখনও আবার হঠাত্ অন্তর্ধান হয়ে গিয়ে। সেই মমতা কুলকার্নিই এবার বিয়ে করলেন মাফিয়া ডন বিজয় ভিকি গোস্বামীকে। মমতার বর ১৯৯৭ সালে এক ড্রাগ পাচারের ঘটনায় দুবাইয়ে ধরা পড়ার পর জেল খাটেন। মমতার বরের ২৫ বছরের জেল হয়। কিন্তু জেলে ভাল ব্যবহার করায় ভিকি ১৫ বছর শাস্তি খেটেই খালাস পেয়েছেন। আর তার পরেই মমতা কুলকার্নি দীর্ঘদিনের প্রেমকে সম্পর্কের সামাজিক পরিণতি দিলেন