Mangalayan - Latest News on Mangalayan| Breaking News in Bengali on 24ghanta.com
সবচেয়ে কঠিন কক্ষপথ পেরিয়ে মঙ্গলের দোরগোড়ায় মঙ্গলায়ন

সবচেয়ে কঠিন কক্ষপথ পেরিয়ে মঙ্গলের দোরগোড়ায় মঙ্গলায়ন

Last Updated: Thursday, June 19, 2014, 10:20

টানা ছ-ছটা মাসের অভ্যেস। নিঁখুত স্কিলে একটার পর একটা হার্ডলস টপকে শেষ পর্যন্ত গোলপোস্টের এক্কেবারে কাছে পৌছে যাওয়া। না ব্রাজিল বিশ্বকাপের কোনও খবর নয়। ফুটবলের মরশুমে ভারতীয় বিজ্ঞানীদের মহাজাগতিক গোল করার গল্প এটা। এ মাসে সবচেয়ে শক্ত পথ পার করে মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়েছে ইসরোর মঙ্গলযান।